top of page

Lilium Flower

লিলি ফুলের চাষাবাদ পদ্ধতি

এবার আসা যাক লিলি তৈরির সহজ পদ্ধতিটা নিয়া একটু আলোচনায় । খুব সহজেই তৈরি করা যায় লিলি। বাল্ব তথা মুল কিনে অথবা সংগ্রহে থাকলে সেই বাল্ব মাটিতে অথবা টবে লাগাতে হবে । জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এটা লাগানোর উপযুক্ত সময় । এমনকি এপ্রিলেও। লাগানোর পরে সপ্তাহ ছয়েকের মধ্যেই ফুল ফুটবে । ফুল ফুটার সময় চিনে নেয়া যায় পাতার মাঝখানে সাদা দাগ দেখে।

টবে গাছটি লাগানোর পদ্ধতি :

পট নিন ১০-১২ ইঞ্চি গভীরতার, হাড়গুঁড়ো, নিমখোল, সুপার ফসফেট আর অল্প শিংগুঁড়ো মেশান। এর থেকে একমুঠো অর্থাৎ ২৬ গ্রাম এক একটি টবের মাটির সঙ্গে মিশিয়ে দিন। মাটিতে করলেও এই সার একমুঠো দিলেই হবে। মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে পুষ্পদন্ড। ফুল ফুটতে দেড় দু-মাস লাগবে। ফুল ফোটার আগে ১৫ দিন ছাড়া দুবার খোল পচা পাতলা জল দিন। এক একটা গাছে চারটে স্টিক আসতে পারে পরপর। এক একটা স্টিকে থাকবে চারটে ফুল। ফুলের শোভা মন ভরানোর পর ফুল শুকিয়ে কিছু দিনের মধ্যে পাতাও শুকিয়ে যাবে।

আর বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে একে তুলে ধূয়ে শুকনো করে সংরক্ষণ করুন। টবে দু-এক বছর থেকেও যেতে পারে যদি জল না বসে। বল লিলি বা হিমান্থাস লাল রঙের ছাড়াও পাওয়া যায় হলুদ, গোলাপি আর নীল। বল লিলির হ্যাপা নেই বাগানে পুঁতে রাখুন। মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে পুষ্পদন্ড আর তার মাথায় দেখা দেবে ফুটবল আকৃতির চমৎকার ফুল। এরা যত্নের তোয়াক্কা করে না। আধাছায়া জায়গাতেও হয়। স্রেফ দন্ড লাগিয়ে কয়েকদিন জল দিয়ে যান আর হঠাৎ দেখুন ভুঁইফোড় রঙিন গোলক। টাইগার লিলিও প্রায় অযত্নে হয়। রঙও দুর্দান্ত। নার্শিসাসের সাদা ফুল অনেকের চোখে ভাসে কিন্তু এখানে পাওয়া মুশকিল আর ফোটানোও মুশকিল।


লিলির নতুন সিরিজ লিলি রাসফেল নজর কাড়া। বড় ফুলের মধ্যে নিউ স্মোকড আলমন, সাদা জয়েল, লাল সাদা মাই ভ্যালেন্টাইন, স্টার অফ হল্যান্ড, রেড লায়ন, লেমন লাইম, অপূর্ব দর্শন বাটার ফ্লাই প্রভৃতি ভীষন নজর কাড়ে। টবে বসানোর চার থেকে ছ-সপ্তাহের মধ্যেই সুন্দর ফুল হবে। হাইব্রিড এমারিলিস নানা রঙ আর আকৃতির, এশিয়াটিক, ওরিয়েন্টাল হাইব্রিড লিলির ঝাঁক ভর্তি ফুল মন মাতাবেই। এই সব গাছই আধ ছায়া বা কিছুটা রোদ আসা জায়গায় ভাল ফুল দেবে যত্নও সামান্যই।

  • Facebook Social Icon
  • Twitter Social Icon
  • Google+ Social Icon
  • YouTube Social  Icon

© 2016-2023 Arman Villa of Bangladesh. All rights reserved.

Design & Developed By Sahabuddin

bottom of page